চট্টগ্রাম: রান্নার চুলার আগুন থেকে নারীসহ ২ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (০৯ মার্চ) রাতে সাতকানিয়ায় এবং ও শনিবার সকালে নগরীর চান্দগাঁ থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় পৃথক ঘটনায় দগ্ধ হওয়ার ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সাতকানিয়া উপজেলার মরফলা এলাকার শীলপাড়ার নান্টু শীলের মেয়ে পূর্ণিমা শীল (২১) ও বাঁশখালী উপজেলার কয়ফুপাড়ার রফিক আহমদের ছেলে মো. কাওসার (২৯)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে পৃথক ঘটনায় নারীসহ দুইজন দগ্ধ হয়েছেন।
এরমধ্যে সাতকানিয়ার শীলপাড়ায় সকালে ঘুম থেকে উঠে চুলায় আগুন দিতে গিয়ে এক নারী দগ্ধ হয়েছেন। একইভাবে নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সকালে নাস্তা তৈরির সময় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়েছেন এক যুবক।
পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।