[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৭ আষাঢ় ১৪২৫, ২১ জুন ২০১৮

bangla news

ইটের আঘাতেই হত্যা করা হলো শিশুটিকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-০৯ ৯:৪৪:২৩ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

চট্টগ্রাম: পাশবিক নির্যাতনে বাধা দেওয়ায় মাথার ইটের আঘাত করে মো. সোহাগ নামের আট বছরের শিশুকে হত্যা করেছে রিকশাচালক মো. ইমন হোসেন (২০)।

বৃহস্পতিবার (৮ মার্চ) রাতে নগরীর পতেঙ্গা থানার খালপাড় আহমদপাড়া বার্মা কলোনিতে এ ঘটনা ঘটে। পুলিশ আসামি ইমনকে গ্রেফতার করেছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম ভূঁইয়া বাংলানিউজকে জানান, ইমন পুলিশকে জানিয়েছে সোহাগকে বড়ই খাওয়ানোর লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। এরপর সেখানে শিশুটিকে পাশবিক নির্যাতনের চেষ্টা করলে ছেলেটি চিৎকার করে। তখন হাতের কাছে থাকা ইটের টুকরা দিয়ে সোহাগের মাথায় আঘাত করে ইমন। ঘটনাস্থলেই সে নিহত হয়।

ওসি জানান, সোহাগের মা-বাবা পুলিশের শরণাপন্ন হলে তাৎক্ষণিক তিন-চারটি টিম মাঠে নামানো হয়। মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে আসামি ইমনকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগের বাবাও রিকশাচালক। মা তৈরি পোশাককারখানার কর্মী। তাদের বাড়ি ভোলার চরফ্যাশনে। ইমনের বাড়িও একই এলাকায়।   

এ ঘটনায় সোহাগের বাবা হত্যামামলা দায়ের করেছেন বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, মার্চ ০৯,  ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa