ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহাসমাবেশ সফল করতে ওয়ার্কার্স পার্টির মিছিল-সমাবেশ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
মহাসমাবেশ সফল করতে ওয়ার্কার্স পার্টির মিছিল-সমাবেশ বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শরীফ চৌহান

চট্টগ্রাম: আগামী ৩ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে ওয়ার্কার্স পার্টি। এ মহাসমাবেশ সফল করতে জেলা ওয়ার্কার্স পাটির্ চট্টগ্রামে সমাবেশ ও মিছিল করেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চেরাগি চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড ইন্দ্রকুমার নাথ।

জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোখতার আহম্মদ, জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, যুবমৈত্রী চট্টগ্রাম জেলার সভাপতি কায়সার আলম, জেলা কমিটির সদস্য মনসুর মাসুদ, শ্রমিক নেতা জসীম উদ্দিন, লেদু সর্দার, শামসুল আলম, যুবনেতা আরিফ নূর, ছাত্রনেতা প্রকাশ সিকদার, সম্পদ রায় প্রমুখ।

বক্তারা বলেন, দেশ উন্নয়নের ধারায় এগোলেও ব্যাংকে লুটপাট হচ্ছে।

বিদেশে অব্যাহত টাকা পাচার হচ্ছে। বেসরকারি ব্যাংকগুলোতে পারিবারিক মালিকানা প্রতিষ্ঠা হচ্ছে। ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। মধ্যবিত্ত-গরিব মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে।

তারা বলেন, বর্তমান সরকারের শাসনামলে দেশ মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এলেও সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাও ঘটছে। জঙ্গিবাদের বিনাশ করা যায়নি। ধর্মের নামে রাজনীতি এখনো চলছে।

নির্বাচন নিয়ে সংকট তৈরির চেষ্টা চলছে উল্লেখ করে পার্টির নেতারা বলেন, বিএনপি-জামায়াত জোট নির্বাচন বানচাল অথবা নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে। এ অবস্থায় ১৪ দলকে আরও ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই। ওয়ার্কার্স পার্টি ঘোষিত ২১ দফা কর্মসূচি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

বক্তারা ওয়ার্কার্স পাটির নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারণকে আগামী ৩ মার্চ ঢাকার মহাসমাবেশে যোগ দিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল নগরীর মোমিন রোড, আন্দরকিল্লা, লালদীঘি, শহীদ মিনার হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।