ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘বড় ভাই-ছোট ভাই’ বিরোধে খুন ইব্রাহিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
‘বড় ভাই-ছোট ভাই’ বিরোধে খুন ইব্রাহিম মো.ইব্রাহিম

চট্টগ্রাম: নগরীর সদরঘাটে মো.ইব্রাহিম (১৮) নামে এক তরুণকে খুনের ঘটনায় গ্রেফতার হওয়া দুজন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।  গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে এই হত্যার নেপথ্যে ‘বড় ভাই-ছোট ভাইয়ের বিরোধের’ তথ্য পেয়েছে পুলিশ। 

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেফতার হওয়া দুজন মো.মিরাজ (২২) এবং মো.রনি (২২)।

সদরঘাট থানার ওসি মো.নেজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, আদালতে পাঠানোর আগে আমরা তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি।

  আমাদের কাছে হত্যাকাণ্ডের বিষয়ে সব তথ্য তারা প্রকাশ করেছে।  

ওসি জানান, সদরঘাটের সাহেবপাড়া এলাকায় কিশোর-তরুণদের একটি গ্রুপের ‘বড় ভাই’ হিসেবে পরিচিত গ্রেফতার হওয়া রনি।

  একই এলাকায় প্রতিপক্ষ আরেকটি গ্রুপে আছে ইব্রাহিম।   রনির চেয়ে বয়সে ছোট ইব্রাহিম।

দেড় মাস আগে সাহেবপাড়ার কলাবাগান মাঠে ক্রিকেট খেলা নিয়ে রনি ও ইব্রাহিমের মধ্যে ঝগড়া হয়।  ইব্রাহিম রনিকে চড় দেয়।   বড় ভাই রনির অপমান মেনে নিতে না পেরে প্রতিশোধের পরিকল্পনা করে তার গ্রুপের ছেলেরা।

ওসি জানান, ঘটনার দিন ইব্রাহিমকে রাস্তায় দেখে রনি গিয়ে তার কলার ধরে তাকে চড় মারে।   মিরাজসহ অন্যরা মিলে ইব্রাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।  

‘বড় ভাইয়ের অপমানের প্রতিশোধ নিতে ইব্রাহিমকে খুন করে রনির গ্রুপের উঠতি সন্ত্রাসীরা। ’ বলেন ওসি

গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ইসলামিয়া কলেজের মোড়ে নীল হোটেলের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।  শনিবার রনি ও মিরাজকে গ্রেফতার করে পুলিশ।

হত্যাকাণ্ডের ২০ ঘণ্টার মধ্যে দুই ‘খুনি’ গ্রেফতার

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫,২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।