ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে আগুনে পুড়েছে ৭ দোকান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
সীতাকুণ্ডে আগুনে পুড়েছে ৭ দোকান

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার বড় দারোগারহাটে আগুনে পুড়েছে সাতটি দোকান।এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর সীতাকুণ্ড ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, শনিবার রাত ১০টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বড় দারোগারহাটে আগুন লাগে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের দুটি গাড়ি প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে একটি কুলিং কর্নার, দুটি রাইচ মিল, দুটি ওয়ার্কশপ ও দুটি পশু খাদ্যের দোকান পুড়ে যায়। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১০ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।