ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষার চর্চা হোক

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষার চর্চা হোক সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষার চর্চা হোক

চট্টগ্রাম: সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষার চর্চার অঙ্গিকারের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আহবান জানিয়েছেন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য দিলরুবা আহমেদ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরীর জামালখানস্থ সিআইইউর মিলনায়তনে মহান ভাষা শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা দিবটির তাৎপর্য তুলে ধরেন এবং ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এতে সভাপতিত্ব করেন সিআইইউ উপচার্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনীতিবিজ্ঞানী অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে সিআইইউর প্রকৌশল অনুষদের ডিন ড. মো. রেজাউল হক খান, ব্যবসায় অনুষদের ডিন ড. নুরুল আবসার নাহিদ, সিআইইউর ব্যবসায় অনুষদের শিক্ষক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. জাকির হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শার্মেন রড্রিক্স, প্রক্টর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

 

ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সিআইইউর বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ফ্যাকাল্টি সদস্য, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এর আগে জামালখান রোড হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন সিআইইউ উপচার্য ড. মাহফুজুল হক চৌধুরী ও ট্রাস্টি দিলরুবা আহমেদ। এরপর প্রকৌশল অনুষদ, আইন অনুষদ, ইংরেজি বিভাগ ও ব্যবসায় অনুষদের পক্ষে ডিন ও ফ্যাকাল্টি সদস্যরা পুস্পস্তবক অর্পণ করেন। সিআইইউ শিক্ষার্থীদের ফোরাম স্যোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠা করার স্মরণীয় দিন এটি।

সভাপতির বক্তব্যে সিআইইউ উপচার্য বলেন, শহীদগণ কেবল ভাষার দাবিতে নয়, বরং বাঙালি জাতির মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সেদিন বুকের তাজা রক্ত দিয়েছিলেন। তাদের এ আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও মর্যাদা রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আমদে হবে।

পৃথিবীর বিভিন্ন উন্নত জাতির উদাহরণ দিতে গিয়ে বক্তারা বলেন, শুদ্বভাবে মাতৃভাষার চর্চা ও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এখন সময়ের দাবি।   বৈশ্বিক প্রেক্ষাপটে বিদেশি ভাষা শিক্ষায় জ্ঞানার্জনের পাশাপাশি সঠিক ও শুদ্ধভাবে মাতৃভাষা শিক্ষাও জরুরি। সেক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সচেতন ও কার্যকরী উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ সময়: ২১৪৯ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।