ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিরোধী পক্ষকে ঘায়েল করতে মরিয়া সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
বিরোধী পক্ষকে ঘায়েল করতে মরিয়া সরকার বিরোধী পক্ষকে ঘায়েল করতে মরিয়া সরকার

চট্টগ্রাম: বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি কালো পতাকা মিছিলে পুলিশের নগ্ন হামলার প্রতিবাদে সভা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

শনিবার বিকালে নগর বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান সভাপতিত্ব করেন।

প্রতিবাদ সভায় আবু সুফিয়ান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের বর্বর হামলা, লাঠিচার্জ ও গরম পানি নিক্ষেপ এবং গ্রেফতারের মাধ্যমে সরকারি দল প্রমাণ করেছে তারা বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনেও ভয় পায়।

তিনি বলেন, সরকারের এত বর্বরতা, স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী আচরণ, গুম-খুন-হত্যা, মামলা-হামলা, লুট, নৈরাজ্য অতীতের সকল স্বৈরাচারী শাসকদের হার মানিয়েছে।

সরকার বিরোধী পক্ষকে ঘায়েল করতে মরিয়া হয়ে উঠেছে। তাই রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার হরণ করছে।

বিএনপিসহ বিরোধী দলের সভা সমাবেশের কর্মসূচি দিলেই সরকার ভীত হয়ে উঠে। তাই পতনের আগে সরকার বিরোধী দলের উপর মরণ কামড় দিচ্ছে। শেষ চেষ্টা করছে নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে। এদেশের জনগণ খালেদা জিয়াকে মুক্ত করেই আগামী নির্বাচনে যাবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সুফিয়ান।

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ বিভিন্ন থানায় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

এ সময় অন্যান্যের মধ্যে নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, ডবলমুরিং থানা সভাপতি সাবেক কাউন্সিলর মো. সেকান্দর মিয়া, নগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুল হালিম স্বপন, সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক রনজিত বড়ুয়া, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, নগর বিএনপির সদস্য ইউসুফ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৩ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।