ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছে তোতা পাখির দিস্তান

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছে তোতা পাখির দিস্তান তোতা পাখির দিস্তান নিয়ে আলোচনা করেন চবি উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী

চট্টগ্রাম: চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লেখা প্রথম উপন্যাস‘তোতা পাখির দিস্তান’বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছে উল্লেখ করে বক্তারা বলেছেন, চট্টগ্রামের আঞ্চলিক ভাষাভাষীদের জন্য এটি একটি মাইলফলক।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন চিটাগং এর আয়োজনে প্রন্থটি নিয়ে আলোচনা অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, হাজার বছরের বেশি সময় ধরে চলে আসা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা অত্যন্ত সমৃদ্ধ। বর্তমান বইটি এ ভাষায় সাহিত্য চর্চ্চার দ্বার উন্মুক্ত করেছে।

 ভাষাটি নিয়ে আরো গবেষণা হওয়া উচিত।

অ্যাসোসিয়েশনের সহভাপতি চৌধুরী ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন চিটাগাং এর প্রতিষ্টাতা সভাপতি ও গ্রন্থের লেখক শামসুল হক হায়দরী, দৈনিক জনকণ্ঠের উপ-সম্পাদক মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী, তোতা পাখির দিস্তান উপন্যাসের প্রকাশক এবং বলাকা প্রকাশনীর স্বত্তাধিকারী জামাল উদ্দিন, টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রিটন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিট প্রধান অনিন্দ্য টিটো এবং টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সজীব আহমেদ সাজিব আলোচনায় অংশ নেন।

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, কেবল উপন্যাস নয়, চট্টগ্রামের ভাষায় কবিতা লেখার চর্চা আরও বেশি হওয়া উচিত। একটি সমৃদ্ধ ভাষা হিসেবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বহুমাত্রিক ব্যবহার প্রয়োজন।

কবি বিশ্বজিৎ চৌধুরী বলেন, তোতা পাখির দিস্তান অত্যন্ত সুলিখিত একটি উপন্যাস।  সরল বর্ণনায় লেখক যা পাঠকের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছেন।

প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার বলেন, লেখকের আগের গ্রন্থগুলোর মত তোতা পাখির দিস্তান উপন্যাসটিও মানুষের আনন্দ-বেদনা আর ভালোবাসার মূর্তরূপে পাঠকের কাছে ধরা দেয়।

গ্রন্থের লেখক শামসুল হক হায়দরী জানান, আঞ্চলিক ভাষায় লেখা হলেও চট্টগ্রামের বিভিন্ন প্রান্তের মানুষ যেনো সহজে গ্রন্থটি বুঝতে পারেন সেদিকে লক্ষ্য রেখে উপন্যাসে শব্দ চয়ন করা হয়েছে।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ইতিহাস ও ক্রমবিবর্তন তুলে ধরেন।

অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা।  সংগঠনের যুগ্ম সম্পাদক লতিফা আনসারী রুনার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, নির্বাহী সদস্য দিপংকর দাশ বাবু, বাবুন পাল, সিনিয়র সাংবাদিক মোহসীন কাজী, দেশ টিভি ব্যুরো প্রধান আলমগীর সবুজ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad