ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভাষা আন্দোলন শিখিয়েছে কিভাবে মাথা তুলে দাঁড়াতে হয়

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
ভাষা আন্দোলন শিখিয়েছে কিভাবে মাথা তুলে দাঁড়াতে হয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ‘বাঙালি বীরের জাতি। বুকের রক্ত দিয়ে কিভাবে অন্যায়ের প্রতিবাদ ও কিভাবে ন্যায্য দাবি আদায় করতে হয় তা আমরা জানি। তেমনি ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে কিভাবে মাথা তুলে দাঁড়াতে হয়।’

নগরীর হালিশহরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের ঈদগাঁ বড় পুকুরপাড়ে সম্প্রতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ-একুশের আলোচনা সভায় নগর যুবলীগ নেতা ও সমাজসেবক ফরিদ মাহমুদ এসব কথা বলেন।
 
এসো ছবি আঁকি স্কুলের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাঙালি মহান স্বাধীনতা আন্দোলনেও তার প্রমাণ দিয়েছে।
৫২’র ভাষা আন্দোলন ছিল বাঙালির জাতীয়বাদ, চেতনা ভিত্তিক প্রথম আন্দোলন। এই দিবস এখন সারাবিশ্বে স্বীকৃত।
এখন আমাদের সময় হয়েছে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করার। বর্তমান প্রগতিশীল সরকার ক্ষমতায় থাকলে আমাদের সে আশাও পূর্ণ হবে।
 
মো. এসএম এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজনীতিক এস এম সাঈদ সুমন, চিটাগাং লিবার্টি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবুর রহমান সেলিম, আশরাফুল গনি, সাইফুর রহমান পলাশ, দেলোয়ার হোসেন দেলু, শাহনারা বেগম।
 
মো. হামিদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কাউন্সিলর এরশাদ উল্লাহ।
 
সভায় অলিউর রহমান সোহেল, ইয়াসিন ভূইয়া, মোবারক হোসেন, দিদারুল আলম, পুলক, মো. মাহবুব, মো. রাসেল, মো. ইব্রাহিম হোসেন, মো. নুরউদ্দিন, জাবেদুল আলম, সাইফুল ইসলাম, সরোয়ার আলম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
বিভাগভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে আফিয়া তাহসিন প্রথম, সাদিয়া আলমগীর পুস্প দ্বিতীয়, শারাফাত ইসলাম সাব্বির তৃতীয় স্থান অর্জন করেন। খ বিভাগে আরাফাত উল্লাহ উর্মি প্রথম, আফিয়া আনজুন দ্বিতীয়, ইসরাত জাহান তৃতীয় অর্জন করেন। গ বিভাগে নুসরাত ফেরদৌস মিলি প্রথম, অংকিতা নাথ দ্বিতীয় ও নুরে মাহজাবিন সুরাহ তৃতীয় স্থান অর্জন করেন।
 
সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
 
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।