ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হত্যাকাণ্ডের ২০ ঘণ্টার মধ্যে দুই ‘খুনি’ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
হত্যাকাণ্ডের ২০ ঘণ্টার মধ্যে দুই ‘খুনি’ গ্রেফতার গ্রেফতার হওয়া দুই ‘খুনি’

চট্টগ্রাম: নগরীতে মো.ইব্রাহিম (১৮) নামে এক তরুণকে খুনের ২০ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ। ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে গ্রেফতার হওয়া দুজনসহ পাঁচজন মিলে ইব্রাহিমকে ছুরিকাঘাত করে খুন করে বলে ‍জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় দুজনকে গ্রেফতার করে থানায় নেয়া হয়। এরা হলেন, মো.মিরাজ (২২) এবং মো.রনি (২২)।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, সদরঘাটে সাহেবপাড়া নামে একটা অপরাধপ্রবণ এলাকা আছে। সেখানে মারামারি, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাত নিয়মিত ঘটনা।

এই ধরনের সংঘাতের বলি হয়েছে ইব্রাহিম। আমরা দুজনকে গ্রেফতার করেছি। ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ইসলামিয়া কলেজের মোড়ে নীল হোটেলের সামনে ইব্রাহিমকে একা পেয়ে প্রতিপক্ষ এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ইব্রাহিমের মা মনোয়ারা বেগমের দায়ের করা মামলায় মিরাজ ও রনিকে গ্রেফতার করা হয়েছে।

ওসি জানিয়েছেন, দেড় মাস আগে সাহেবপাড়ার কলাবাগান মাঠে ইব্রাহিমের সঙ্গে খুনে জড়িতদের ক্রিকেট খেলা নিয়ে মারামারি হয়। এর প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড।

দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪,২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।