ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জমজমাট বসন্ত আড্ডা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
জমজমাট বসন্ত আড্ডা অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন প্রবাসী আলোকচিত্র সাংবাদিক তাপস বড়‍ুয়া।

চট্টগ্রাম: বিদায় নিয়েছে শীত। বসন্তের আগমনে প্রকৃতিও সেজেছে অপরূপ সাজে। এমন আবেশ মাখানো পরিবেশে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের নবীন-প্রবীণ সাংবাদিকদের অংশগ্রহণে হয়ে গেল ব্যতিক্রমী বসন্ত আড্ডা।  

বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরী ও চট্টগ্রাম সিনিয়রস ক্লাবের সহ সভাপতি মানিক বাবলুর  আমন্ত্রণে যোগ দেন বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন প্রবাসী আলোকচিত্র সাংবাদিক তাপস বড়‍ুয়া।

শুরুতেই অতিথিদের শুভেচ্ছা বক্তব্য দেন বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরী। তিনি স্বর্গীয় কাকা অমর চৌধুরীকে শ্রদ্ধা ও কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বলেন, চট্টগ্রাম ও চট্টগ্রামের মানুষের ভালোবাসার টানেই এখানে ছুটে আসা, এ আড্ডার আয়োজন।

অনুষ্ঠানে তাপস বড়ুয়ার হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন মানিক বাবলু। দীর্ঘকাল  দেখা না হওয়া সব বন্ধুদের এক ছাদের নিচে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাপস বড়ুয়া।

অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানানো হয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীকে।

বৈশাখী টেলিভিশনের সিনিয়র প্রডিউসার রুপম চক্রবর্তীর সঞ্চালনায় আনন্দ আড্ডায় স্মৃতিচারণ করেন জনকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোয়াজ্জেমুল হক, প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ^জিৎ চৌধুরী, একুশে টেলিভিশনের আবাসিক সম্পাদক রফিকুল বাহার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, এনটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুল হক হায়দারী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, বাংলাদেশের খবরের ব্যুরো প্রধান ফারুক ইকবাল প্রমুখ।

উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক জাহেদুল করিম, চ্যানেল টোয়েন্টি ফোরের চট্টগ্রাম বিভাগীয় প্রধান কামাল পারভেজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad