ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাহিত্যে চসিকের একুশে স্মারক পাচ্ছেন যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
সাহিত্যে চসিকের একুশে স্মারক পাচ্ছেন যারা সাহিত্যিক রফিক আনোয়ার, কথাশিল্পী নাসের রহমান ও কবি এজাজ ইউসুফী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: এবার কথাসাহিত্যে রফিক আনোয়ার (মরণোত্তর) ও নাসের রহমান এবং কবিতায় এজাজ ইউসুফীকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) একুশে স্মারক সম্মাননা পদক দেবে।

এর আগে নয় গুণীজনকে বিভিন্ন ক্যাটাগরিতে এ পদক দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

তারা হলেন ভাষা আন্দোলনে কৃষ্ণ গোপাল সেন, শিক্ষায় প্রিন্সিপাল শামসুদ্দিন মুহাম্মদ ইসহাক (মরণোত্তর), সংগীতে সৌরিন্দ্র লাল দাশগুপ্ত (মরণোত্তর), কবিগান-সংগীতে কল্পতরু ভট্টাচার্য, সাংবাদিকতায় মুক্তিযোদ্ধা পংকজ কুমার দস্তিদার, গবেষণায় মুহাম্মদ শামসুল হক, সমাজসেবায় নুরুল ইসলাম বিএসসি, ক্রীড়ায় ইউসুফ গনী চৌধুরী (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে নূর মোহাম্মদ রফিক (মরণোত্তর)।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় নগরীর মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে একুশে স্মারক পদক প্রদান, পুরস্কার বিতরণ ও বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চসিকের একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন নয় গুণীজন

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।