ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেড়শ’ বছরের পুরোনো শিবমূর্তিটি উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
দেড়শ’ বছরের পুরোনো শিবমূর্তিটি উদ্ধার দেড়শ’ বছরের পুরোনো শিবমূর্তিটি উদ্ধার

চট্টগ্রাম: দেড়শ’ বছরের পুরোনো শিবমূর্তিটি চুরি হয়েছিল ২০১৬ সালের ১৩ নভেম্বর। সেই মূর্তি বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ। তবে মূর্তিটি কারা পাবে সেটি নির্ধারিত হবে আদালতে।

বাংলানিউজকে এসব তথ্য জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা।

তিনি জানান, আকুবদণ্ডী ইউনিয়নের মহাজন বাড়ির লোকজন থানায় অভিযোগ করেন ১৪ মাস আগে মন্দিরের গ্রিল কেটে চোরের দল যে শিবমূর্তিটি নিয়ে গিয়েছিল সেটি কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তরভূর্ষি মল্লিকপাড়ায় রয়েছে।

এরপর পুলিশ সেটি থানায় নিয়ে আসে।

ওসি জানান, মল্লিকপাড়ার লোকজন পুলিশকে জানিয়েছে ১৫ দিন আগে পরিত্যক্ত অবস্থায় শিবমূর্তিটি পাওয়া যায়।

এরপর তারা পূজা-অর্চনা শুরু করেছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে মূর্তিটি থানায় নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়। মূর্তিটি কাদের কাছে হস্তান্তর করা হবে সেটি আদালত নির্ধারণ করবে।   

এক মণ ওজনের দেড়শ বছরের পুরোনো শিবমূর্তি চুরি

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad