ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একুশেই শহীদ মিনার পেল বিদ্যালয়টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
একুশেই শহীদ মিনার পেল বিদ্যালয়টি একুশেই শহীদ মিনার পেল বিদ্যালয়টি

চট্টগ্রাম: অমর একুশেই শহীদ মিনার পেল কাজীর দেউড়ি সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়। বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিনসহ স্থানীয় লোকজনের সহায়তায় নতুন শহীদ মিনারটি নির্মিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফলক উন্মোচন করে শহীদ মিনারটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।  

এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন সমাজসেবক সওকত উল্লাহ সোহেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাগির উদ্দিন সর্দার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বশর।

নতুন শহীদ মিনার উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

আলোচনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন উর রশিদ, নারীনেত্রী উম্মে হাবিবা আঁখি, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাচ্চু, ক্রীড়া সম্পাদক আবদুল জলিল, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুমা বড়ুয়া।

মেয়র বলেন, দলমত-নির্বিশেষে মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করতে হবে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন অসাম্প্রদায়িক, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।