ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ছাত্রলীগের অবরোধ স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
চবিতে ছাত্রলীগের অবরোধ স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগ একাংশের ডাকা অনির্দিষ্টাকালের অবরোধ স্থগিত করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অবরোধ ঘোষণা করা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু।

তিনি বাংলানিউজকে বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশানকে তিনটি দাবি দিয়েছিলাম। এর মধ্যে দুটি পূরণ করেছে।

বাকিটা পূরণে আশ্বাস দিয়েছে। তাই অবরোধ স্থগিত করা হয়েছে।

এর আগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশের এক নায়েকসহ পাঁচজন আহত হয়।  

পরে ওইদিন রাতে উত্তেজনা বিরাজ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন হলে অভিযান চালিয়ে দু'টি এলজি, রামদা ও পাথরসহ কয়েক বস্তা দেশিয় অস্ত্র উদ্ধার করে। পরের দিন(২০ ফেব্রুয়ারি) আলমগীর টিপু আবাসিক হলে নেতাকর্মীদের নির্যাতনে প্রক্টরের সম্পৃক্ততার অভিযোগ তুলে তার অব্যাহতি চেয়ে অবরোধের ডাক দেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।