ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একুশে ফেব্রুয়ারি বিকেলে উদীচীর ভাষা অভিযাত্রা কর্মসূচি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
একুশে ফেব্রুয়ারি বিকেলে উদীচীর ভাষা অভিযাত্রা কর্মসূচি লোগো

চট্টগ্রাম: বাংলা ভাষার জন্য আত্মাহুতি দেওয়ার দিনে ভাষা অভিযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নগরীর চেরাগি মোড় থেকে ভাষা অভিযাত্রার কর্মসূচি শুরু হবে।   এসময় সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি সম্বলিত প্রচারপত্র বিলি করা হবে।

 

এছাড়া যেসব প্রতিষ্ঠান ইংরেজিতে লেখা সাইনবোর্ড ব্যবহার করছে তাদের বাংলায় লেখার জন্য উদ্বুদ্ধ করার কথাও আছে ঘোষিত কর্মসূচিতে।

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশগুপ্তা বলেন, আমরা গতবছরও কেন্দ্রঘোষিত এই কর্মসূচি পালন করেছিলাম।

  কর্মসূচিতে ব্যাপক সাড়াও পেয়েছিলাম।   এবারের কর্মসূচিতেও উদীচীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

কর্মসূচিতে প্রগতিশীল সকল সাংস্কৃতিক সংগঠনের সংগঠকদের উপস্থিত থাকার জন্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করেছেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদজায়া বেগম মুশতারি শফি এবং সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশগুপ্তা।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।