ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ব্যক্তির এজেন্ডা বাস্তবায়নকারীরা ‘ছাত্রলীগ’ নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
চবিতে ব্যক্তির এজেন্ডা বাস্তবায়নকারীরা ‘ছাত্রলীগ’ নয় এসএম জাকির হোসাইন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধ ডেকে অস্থিতিশীল সৃষ্টিকারীরা ছাত্রলীগের কেউ নয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

এদের ছাত্রলীগ না লেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘এরা সম্পূর্ণ একজনের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করছে। ক্যাম্পাস অস্থিতিশীল করা ছাত্রলীগের কাজ নয়।

প্রকৃত ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ রক্ষায় কাজ করে। ’

চবির অবরোধ, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

তিনি পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘ক্যাম্পাসে কেউ যদি ছাত্রলীগের নাম ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আপনারা ব্যবস্থা নিন। ’

২০১৭ সালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে বিরক্ত হয়ে চবিতে না যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। সেই সময় তিনি বাংলানিউজকে বলেছিলেন, ‘যত দিন তারা সংশোধন হবে না তত দিন চবিতে আমার যাওয়া হবে না। ’

বাংলাদেশ সময়:১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০,২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।