ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উল্টে গেল ৪০ ফুটের কনটেইনারসহ লরিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
উল্টে গেল ৪০ ফুটের কনটেইনারসহ লরিটি

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানাধীন মেরিনার্স রোডে আনোয়ারা ইপিজেডের আমদানি পণ্যভর্তি ৪০ ফুট দীর্ঘ কনটেইনারসহ একটি লরি উল্টে গেছে। এতে সড়কের একপাশ বন্ধ হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। বেড়েছে জনদুর্ভোগও।

বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শম্ভ‍ু নাথ ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, আনোয়ারা ইপিজেডে ইয়াং ওয়ানের জন্য গার্মেন্টস এক্সেসরিজ ভর্তি কনটেইনারটি নিয়ে যাওয়ার সময় মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে লরিটি উল্টে যায়। তবে কেউ হতাহত হননি।

খুব সম্ভবত ব্রিজের ওপর ওঠার সময় গাড়িটির ব্রেক ঠিকভাবে কাজ করেনি।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে দুইটি শক্তিশালী ক্রেন আনা হয়েছে লরি ও কনটেইনারটি তোলার জন্য।

আশা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে সড়কের ওপর থেকে সেগুলো সরিয়ে নেওয়া সম্ভব হবে।   

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।