ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির হল থেকে দুটি এলজি, বস্তাভর্তি রামদা উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
চবির হল থেকে দুটি এলজি, বস্তাভর্তি রামদা উদ্ধার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষের পর মধ্যরাতে তিন হলে অভিযান চালিয়ে দু'টি এলজি, রামদা ও পাথরসহ কয়েক বস্তা দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত শাহজালাল, শাহ অামানত ও সোহরাওয়ার্দী হলে এ অভিযান চালানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় অভিযানে শাহজালাল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি এলজি ও সোহরাওয়ার্দী হল থেকে কয়েক বস্তা রামদা ও পাথর পাওয়া যায়।

এ সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য অাটক করে হাটহাজারী থানায় নিয়ে যাওয়া হয়।

এর অাগে (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্রলীগের দু'গ্রুপে দফায় দফায় সংঘর্ষ হয়।

এ সময় পুলিশের এক নায়েকসহ পাঁচজন অাহত হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. অালী অাজগর চৌধুরী বাংলানিউজকে বলেন, 'অভিযানে শাহজালাল হল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি অাগ্নেয়াস্ত্র (এলজি) ও সোহরাওয়ার্দী হল থেকে দেশি অস্ত্র পাওয়া গেছে। ক্যাম্পাসে অস্থিতিশীলতা থামাতে এ অভিযান পরিচালনা করা হয়। '

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন বলেন, ' জিজ্ঞাসাবাদেরর জন্য কয়েকজনকে অাটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ’ 

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।