ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গৃহকর্মীকে পিটিয়ে মাথা ন্যাড়া করে দিল ব্যবসায়ী দম্পতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
গৃহকর্মীকে পিটিয়ে মাথা ন্যাড়া করে দিল ব্যবসায়ী দম্পতি

চট্টগ্রাম: হীরার আংটি চুরি অথবা হারিয়ে ফেলার অভিযোগ এনে এক ব্যবসায়ী ও তার স্ত্রী মিলে নয় বছর বয়সী গৃহকর্মীকে নির্মমভাবে নির্যাতন করেছেন।  প্লাস্টিকের তার দিয়ে পিটিয়ে মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে আঁখিমণি নামের ওই গৃহকর্মীর।

পুলিশ ব্যবসায়ী মো.আরমানকে গ্রেফতার করেছে।   তবে তার স্ত্রী ইশম আরমান পালিয়ে গেছেন।

আঁখিমণি ও তার মা কাউসার বেগম সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে ১৬৪ ‍ধারায় জবানবন্দি দিয়েছেন।

এর আগে কাউসার বেগম নগরীর পাঁচলাইশ থানায় আরমান ও তার স্ত্রীকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এস আই) আবু বক্কর বাংলানিউজকে বলেন, আরমান ও তার স্ত্রী মিলে সবসময় গৃহকর্মীকে নির্যাতন করত।   গত শনিবার হীরার একটি আংটি চুরি করেছে অথবা অসাবধানতাবশত কোথাও ফেলে দিয়েছে, এমন অভিযোগে পুরো শরীরে তার দিয়ে পেটানো হয়েছে।   এরপর তার মাথা ন্যাড়া করে দিয়েছে।  

গ্রেফতারের পর সোমবার আরমানকে আদালতে হাজির করা হয়।  আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন বলে জানান বক্কর।

আঁখিমণি বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামে।   আরমানদের বাড়ি একই উপজেলার ইলশা গ্রামে।   নগরীতে তাদের বাসা পাঁচলাইশ থানার এশিয়ান হাউজিং সোসাইটিতে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad