ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির তিন ছাত্র অাহতের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
চবির তিন ছাত্র অাহতের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: জেএসএসের এক কর্মীকে মারধর করার জেরে ইউপিডিএফের তিনজনকে অাহত করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনকে পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন বিবদমান দুই সংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে প্রক্টর অফিসে এ অভিযোগ জমা দেন তারা।

এর অাগে সকালে বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট এলাকার একটি কটেজে ইউপিডিএফের কর্মীদের ওপর অতর্কিত হামলা করে জেএসএসের কর্মীরা।

এ ঘটনায় তিনজন অাহত হন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বাংলানিউজকে বলেন, 'দুই সংগঠনের লোকজনই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে।

অভিযোগে দুই পক্ষই তাদের নিজেদের কর্মীদের ওপর হামলার করার অভিযোগ তুলেছে। অামরা বিষয়গুলো গুরুত্বের সহকারে দেখছি। '

কটেজে হামলা, চবির তিন ছাত্র আহত

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।