ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আগুনে পুড়ে প্রতিবন্ধী কিশোরের মর্মান্তিক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
আগুনে পুড়ে প্রতিবন্ধী কিশোরের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম: সীতাকুণ্ডের দক্ষিণ সোনাইছড়ির গামারিতলা সৈয়দ আহমদের বাড়িতে আগুনে পুড়ে এক প্রতিবন্ধী কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার স্টেশনের ইনচার্জ আবদুল্লাহ হারুণ পাশা বাংলানিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছি আমরা। কাঁচাঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে মো. ইব্রাহিম নামের আনুমানিক ১২-১৪ বছরের এক কিশোর মারা গেছে। দুর্ঘটনার সময় তার বাবা-মা কাছে ছিলেন না।
প্রতিবন্ধী হওয়ায় সে বেরিয়ে আসতে পারেনি। সে মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকার হারুনুর রশিদের ছেলে। তারা কুমিরায় ভাড়া থাকতেন।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে গ্যাস সিলিন্ডারও দেখা গেছে। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে জসিম উদ্দিনের মালিকানাধীন চার-পাঁচটি কাঁচাঘর পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।