ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রশ্নফাঁসে জড়িত এসএসসি পরীক্ষার্থী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
প্রশ্নফাঁসে জড়িত এসএসসি পরীক্ষার্থী আটক

চট্টগ্রাম: নগরীতে প্রশ্নফাঁসে জড়িত মো. আদিল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আদিল ফেসবুকের মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করে মাত্র ২০০-৩০০ টাকায় বিক্রি করত বলে জানিয়েছে র‍্যাব।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আদিল নগরীর অক্সিজেন এলাকার হলিচাইল্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

র‍্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক মিমতানুর রহমান বাংলানিউজকে বলেন, আদিলের মোবাইলে প্রায় সব বিষয়ের প্রশ্নই পাওয়া গেছে। ফেসবুকে আদিলসহ কয়েকজনের একটা গ্রুপ আছে।

তারা প্রশ্ন সংগ্রহ করে। এরপর সেগুলো গ্রুপের সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে মাত্র ২০০-৩০০ টাকায় বিক্রি করে।

গোপন সংবাদের ভিত্তিতে ফেসবুকে আদিলদের গ্রুপের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মিমতানুর।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘন্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।