ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘তারুণ্যের শক্তিতে দূর করতে হবে অন্ধকার’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
‘তারুণ্যের শক্তিতে দূর করতে হবে অন্ধকার’

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ থেকে সাম্প্রদায়িকতার অন্ধকার দূর করার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড.অনুপম সেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামে সেক্টর কমান্ডার্স ফোরামের এক অনুষ্ঠানে তিনি বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর বাংলাদেশকে আবারও পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেয়ার অপচেষ্টা হয়েছিল।   কিন্তু বাঙালির বীর সন্তানেরা বারবার বুকের রক্ত দিয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি ও দু:শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।

 এর ফলে পাকিস্তানের ভাবধারায় বিশ্বাসীদের অপচেষ্টা সফল হয়নি।

‘স্বাধীনতার পরাজিত শত্রুরা এখনও ঐক্যবদ্ধ।

 দেশের বিরুদ্ধে তারা বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।   সবসময় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।   তারুণ্যের শক্তিতে অন্ধকার দূর করতে হবে। ’

একই অনুষ্ঠানে সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় মহাসচিব হারুন হাবীব বলেন, যুদ্ধাপরাধী, জঙ্গি, মৌলবাদীদের বিরুদ্ধে সেক্টর কমান্ডার্স ফোরাম অতীতের মত কাজ করে যাবে।  একাত্তরের রণাঙ্গনের যোদ্ধাদের নেতৃত্বে সেক্টর কমান্ডার্স ফোরাম গঠিত হয়েছিল।   আজ অনেকেই আমাদের মাঝে নেই।   এখন তরুণ প্রজন্মকেই এই সংগঠনকে এগিয়ে নিতে হবে।   সেক্টর কমান্ডার্স ফোরাম যে বাংলাদেশ প্রত্যাশা করে, নতুন প্রজন্মকেই সেই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ চট্টগ্রাম জেলা ও নগর শাখার নতুন কমিটির অভিষেক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি নুরুল আলম মন্টু।  

নগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বি কে বিশ্বাস বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক অতিরিক্ত আইজিপি মো.নুরুল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন এবং সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব বেদারুল আলম চৌধুরী বেদার।

সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এবার নির্বাচিত সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী।

অভিষেক অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী।

আরও বক্তব্য রাখেন সংগঠনের মহানগর শাখার সভাপতি ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, জেলার নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশি, যুব বিষয়ক সম্পাদক সনাতন চক্রবর্তী বিজয়, মহানগর জাসদ সভাপতি আবু বক্কর সিদ্দিক, মহনগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের প্রাতিষ্ঠানিক কমান্ডার ফজল আহমেদ, সংস্কৃতিকর্মী সাইফুল আলম বাবু, নারীনেত্রী মিলি চৌধুরী, মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সরওয়ার আলম মনি এবং জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের যুগ্ম সম্পাদক সোহেল ইকবাল।

এতে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, চট্টগ্রাম জেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আখতারুল আলম, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।