ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বর্ণিল আয়োজনে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের পুনর্মিলনী

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
বর্ণিল আয়োজনে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের পুনর্মিলনী পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা

চট্টগ্রাম: বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের (সিসিপিসি) চতুর্থ পুনর্মিলনী।

সিসিপিসি অ্যালামইনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে নগরীর বায়েজিদ এলাকায় কলেজ ক্যাম্পাসে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) উৎসবের উদ্বোধন করেন এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার।

বক্তব্য দেন সিসিপিসি পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক বিগ্রেডিয়ার জেনারেল এএফ জগলুল আহমেদ, সিসিপিসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরীসহ কলেজের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠানে পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এবারের পুনর্মিলনীতে প্রায় দুই হাজার বর্তমান ও সাবেক শিক্ষার্থী অংশ নিচ্ছে।

স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, জনপ্রিয় ব্যান্ডদল এলআরবির পরিবেশনাসহ নানা আয়োজনে সারা দিন মুখর ছিল কলেজ ক্যাম্পাস। এ ছাড়া মীরাক্কেল খ্যাত আরমানের কৌতুক, শিল্পী আনিকা, ব্যান্ডদল ‘বে অব বেঙ্গলে’র পরিবেশনা মুগ্ধ করে সবাইকে।

প্রধান অতিথি বলেন, এবারের আয়োজন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।

ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় লক্ষাধিক সাবেক শিক্ষার্থী কলেজের জন্য বিরাট শক্তি বলেও মন্তব্য করেন তিনি।  

স্মৃতিচারণ করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি চৌধুরী রিয়াদ, সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর জনি, অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী দাউদ রায়হান, কোষাধ্যক্ষ মো. জামিল হানিফ, সাংগঠনিক সম্পাদক মো. গালিব, প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম, মহিলা সম্পাদিকা তাসমিন ফারহানাজ, সমাজকল্যাণ সম্পাদক আমির মোহাম্মদ মনোয়ার হোসাইন, ক্রীড়া সম্পাদক রিয়াদ মাহমুদ চৌধুরী, সহকারী তথ্যপ্রযুক্তি-বিষয়ক সম্পাদক ইশতিয়াক নবী, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, নির্বাহী সদস্য রইসুল উদ্দিন সৈকত, মিডিয়া কমিটির সদস্য তাজুল ইসলামসহ বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।