ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গ্রেফতারের পর সাবেক কাস্টমস কর্মকর্তা স্ত্রীসহ কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
গ্রেফতারের পর সাবেক কাস্টমস কর্মকর্তা স্ত্রীসহ কারাগারে

চট্টগ্রাম: মামলা দায়েরের এক যুগ পর চট্টগ্রাম কাস্টমসের সাবেক এক কর্মকর্তা ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর হালিশহরের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারের পর চট্টগ্রাম কাস্টমসের সাবেক উচ্চমান সহকারী রফিকুল ইসলাম পাটোয়ারি ও তার স্ত্রী শাহীন আক্তারকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

  আদালত তাদের তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন দুদকের জেলা কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন।

সংশ্লিষ্ট সূত্রমতে, ২০০৮ সালের অক্টোবর মাসে নগরীর হালিশহর থানায় রফিকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলী আকবর।

 

মামলায় রফিকুলের বিরুদ্ধে সরকারী ক্ষমতার অপব্যবহার করে ৮৮ লাখ ৯০ হাজার ৫৯৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।   স্ত্রী শাহীনকে দুর্নীতির সহযোগী হিসেবে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।