ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খেলার সাথীর ধাক্কায় পড়ে গিয়ে কিশোরের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
খেলার সাথীর ধাক্কায় পড়ে গিয়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রাম: খেলতে গিয়ে এক কিশোরের ধাক্কায় খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো.রুবেল (১১) নামে আরেক কিশোরের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে বায়েজিদ বোস্তামি থানার হারিকেন ফ্যাক্টরির সামনে এই ঘটনা ঘটেছে।

রুবেল ওই এলাকার একটি কলোনির জনৈক আবুল কালামের ছেলে।

 

বায়েজিদ বোস্তামি থানার ওসি আবুল কালাম বাংলানিউজকে জানান, রুবেলসহ একই কলোনির চার কিশোর গলির ভেতরে সড়কের উপর নারকেলের ছোবড়া নিয়ে খেলছিল।   সমবয়সী রনি খেলার ছলে রুবেলকে ধাক্কা দেয়।

 

এতে রুবেল সড়কের পাশে একটি খুঁটিতে গিয়ে ধাক্কা খায়।   কোমরে মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয় বলে জানান ওসি।

তিনি বলেন, ঘটনার পর রুবেল ও রনির পরিবারের সদস্যরা থানায় আসেন।   যেহেতু এটি ইচ্ছাকৃত কোন হত্যাকাণ্ড নয়, রুবেলের পরিবার মামলা দায়ের করতে ইচ্ছুক নন।   আপোষের ভিত্তিতে অপমৃত্যু মামলা দায়ের হবে।

মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।