ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফুড মনস্টারস’র খাদ্য উৎসব শুক্র-শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
ফুড মনস্টারস’র খাদ্য উৎসব শুক্র-শনিবার ফুড মনস্টারস’র খাদ্য উৎসব শুক্র-শনিবার

চট্টগ্রাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রামের ভোজনরসিক মানুষদের ঠিকানা ফুড মনস্টারস’র তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে দুই দিনের খাদ্য উৎসব। এতে ৪৪টি রেস্তোরাঁ রকমারি খাবার-পানীয়ের পসরা সাজাবে।    

শুক্রবার সন্ধ্যা ছয়টায় নগরীর স্বাধীনতা কমপ্লেক্স প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান।

অতিথি থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, শিশুসংগঠক তৌহিদুল আনোয়ার ও স্পিকার্স কাউন্সিলের প্রধান নির্বাহী ইমরান আহমেদ।

প্রথম দিনের অনুষ্ঠান সূচিতে রয়েছে দৃষ্টি চট্টগ্রামের পরিবেশনায় মূকাভিনয়, ইউএসটিসির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ব্যান্ডদল ‘অধ্যায়’ মাতাবে উৎসবমঞ্চ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হবে উৎসবের দ্বিতীয় দিনের কার্যক্রম। বিকেলে দৃষ্টি চট্টগ্রাম পরিবেশন করবে রম্য বিতর্ক। আবৃত্তি করবেন অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, রাশেদ হাসান, হাসান জাহাঙ্গীর, বনকুসুম বড়ুয়া, মুজাহিদুল ইসলাম, শ্রাবণী দাশ ও শ্রুতি। থাকবে ব্যান্ডদল ‘আনসার্টেইন’ ও ‘ব্যান্ড নাম্বার ১৬/৭১’র পরিবেশনা, স্ট্যান্ডআপ কমেডি, গেইম শো ও ডিজে।

সন্ধ্যা ছয়টায় সমাপনী আয়োজনে সম্মাননা প্রদান করা হবে চট্টগ্রামের তিনটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান গনি বেকারি, লিবার্টি আইসক্রিম, রয়েল হাট রেস্টুরেন্টকে। এ পর্বে প্রধান অতিথি থাকবেন দৈনিক পূর্বকোণের ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বারকোড ক্যাফে গ্রুপের স্বত্বাধিকারী মঞ্জুরুল হক।

অনুষ্ঠান ব্যবস্থাপনায় রয়েছে হুইজ কমিউনিকেশনস, ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার দৃষ্টি চট্টগ্রাম, ফটোগ্রাফি পার্টনার চিটাগাং কালারস্, ক্লিনিং পার্টনার ক্লিন বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।