ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছিনতাইয়ের শিকার ফটো সাংবাদিক দিদার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
ছিনতাইয়ের শিকার ফটো সাংবাদিক দিদার

চট্টগ্রাম: পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম অফিসের ফটো সাংবাদিক দিদারুল আলম ছিনতাইয়ের শিকার হয়েছেন।

এসময় ছিনতাইকারিরা তার ব্যবহৃত ক্যামেরা (মডেল-ফুজি ফিল্ম, এক্স ই-১, ডিএসএলআর), একটি টু ট্যারাবাইড ক্ষমতা সম্পন্ন কম্পিউটার হার্ড ডিস্ক, অফিসের পরিচয় পত্রসহ মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়।  

সোমবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিনিয়র ফটো সাংবাদিক দিদারুল আলম।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাছির উদ্দিন মঙ্গলবার রাতে বলেন, বিষয়টি অবহিত হয়েছি। এতে ডিএসএলআর ক্যামেরাসহ প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারে অভিযান চলছে।

এদিকে সাংাদিক দিদারুল আলমের ছিনতাইয়ের বিষয়ে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস ও চট্টগ্রাম ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদসহ সিইউজে নেতারা।

বাংলাদেশ সময়: ২১৪৪ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।