ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রশ্নফাঁস, স্কুলছাত্রসহ আটক ২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
প্রশ্নফাঁস, স্কুলছাত্রসহ আটক ২

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। এদের মধ্যে একজন স্কুলছাত্র আছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ডাবুয়া বাজার থেকে তাদের আটক করা হয়েছে। এরা হলেন, মো.ইমরান (১৮) এবং নূরুল আফসার সবুজ (২০)।

ইমরান ডাবুয়া এলাকার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং সবুজ অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন র‌্যাবের উপ অধিনায়ক লে. কমান্ডার আশিকুর রহমান।

তিনি জানান, আটক দুজনের মোবাইলে পরীক্ষার আগে পাওয়া প্রশ্নপত্র ফেসবুকে আপলোড করার প্রমাণ পাওয়া গেছে।

এমনকি রোববার

অনুষ্ঠিত আইসিটি পরীক্ষার প্রশ্নপত্রও তারা আগেই ফেসবুকের মাধ্যমে ফাঁস করেন বলে জানান আশিকুর।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘন্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।