ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কারিগরি শিক্ষার বিকল্প নেই: নাছির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
কারিগরি শিক্ষার বিকল্প নেই: নাছির বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: ব্যবহারিক পর্যায়ে কারিগরি শিক্ষার গ্রহণযোগ্যতা ও অবস্থান উন্নয়নে বর্তমান সরকার ঐকান্তিকভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উন্নত রাষ্ট্রের পর্যায়ে উন্নীত করতে   কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত পুর্নমিলনী ও সম্মেলনে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যাপক মো. নুরুল কবীর।

বিশেষ অতিথি ছিলেন আইডিইডি কেনিক সাধারণ সম্পাদক প্রকৌশলী শামসুর রহমান, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ রুহুল আমিন, প্রকৌশলী দেওয়ান মাকসুদ, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুচ সবুর, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ শওকতুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নুরুল হক, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব প্রকৌশলী এএম মহিউদ্দিন, সাদরুল করিম সগির, ক্লিপটন গ্রুপের এএম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।