ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মানুষের হৃদয়ে চট্টলবীর মহিউদ্দিন চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
মানুষের হৃদয়ে চট্টলবীর মহিউদ্দিন চৌধুরী বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: 'চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থাকাকালীন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রামের আঞ্চলিক নেতা হলেও তিনি জাতীয় নেতার সম্মান পেতেন।'

শনিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে ১৪ দলের আয়োজনে চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

নগরীর লালদীঘি মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

আ জ ম নাছির উদ্দীন বলেন, সামনে জাতীয় নির্বাচন। সরকারের অর্জনের সুফল পেতে হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

শোকসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মীর সমাগম হয়।  ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

তাই মুক্তিযুদ্ধের পক্ষের সব দলকে একযোগে কাজ করারও আহ্বান জানান মেয়র।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি এমপি, জাসদের নাজমুল হক প্রধান এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দলের সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত মহিউদ্দিনের ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, ন্যাপের ইসমাইল হোসেন।

সভায় কেন্দ্রিয় আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন প্রমুখ উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।