ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পিয়ার রিভিউ কার্যক্রম

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পিয়ার রিভিউ কার্যক্রম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পিয়ার রিভিউ কার্যক্রম

চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে তিন দিনব্যাপী পিয়ার রিভিউ কার্যক্রম শেষ হয়েছে। পরে পিয়ার রিভিউ টিমের সদস্যরা শুক্রবার (১৯ জানুয়ারি) নগরীর প্রবর্তক মোড় ক্যাম্পাসে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেনের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেন।

এ সময় পিয়ার রিভিউ টিমের উদ্দেশে ড. অনুপম সেন বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকমানের উচ্চশিক্ষা অর্জনের চমৎকার পরিবেশ রয়েছে।

পিয়ার রিভিউ টিমে ছিলেন ওয়াইয়ামবা ইউনিভার্সিটি অব শ্রীলংকার প্রফেসর ড. সিভালি সিরিমেভান একেনায়েকে রানাওয়ানা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির এডিশনাল ডিরেক্টর প্রফেসর ড. আশরাফুল আলম এবং চুয়েটের ফ্যাকাল্টি অব ইসিইর ডিন ও সিএসই বিভাগের প্রফেসর ড. কৌশিক দেব।

সাক্ষাৎকালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. তৌফিক সাঈদ, আইকিউএসির এডিশনাল ডিরেক্টর রফিকুল ইসলাম, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির (সিএসই) হেড সাহীদ মো. আসিফ ইকবাল, সহকারী অধ্যাপক ফারহানা শিরিন চৌধুরী, সহকারী অধ্যাপক কিংশুক ধর, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আবু তাহের, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মোহাম্মদ ইব্রাহিম, ডেপুটি রেজিস্ট্রার মো. খুরশিদুর রহমান, উপ-পরিচালক (হিসাব) হাছানুল ইসলাম চৌধুরী, ডেপুটি লাইব্রেরিয়ান মো. কাউসার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির উদ্যোগে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) তত্ত্বাবধানে বুধবার (১৭ জানুয়ারি) প্রথম দিনে এ কার্যক্রমের আওতায় পিয়ার রিভিউ টিমকে নিয়ে পিয়ার রিভিউয়ার অ্যান্ড সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটি (সিএসই) মিটিং, প্রেজেন্টেশন অন এসএআর, মিটিং উইথ আইটি পারসন, মিটিং উইথ দ্যা অ্যাডমিনিস্ট্রেশন, ফিজিক্যাল ফ্যাসিলিটিজ অবজারভেশন (সেন্ট্রাল লাইব্রেরি, এক্সাম কন্ট্রোলার, স্টুডেন্ট অ্যাফেয়ারস ও অ্যাকাউন্টস), মিটিং উইথ দ্যা অ্যাকাডেমিক স্টাফসসহ নানা কার্যক্রম সম্পন্ন হয়।

পিয়ার রিভিউ কার্যক্রমের আওতায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দ্বিতীয় দিনে ফিজিক্যাল ফ্যাসিলিটিজ অবজারভেশন (ক্যাম্পাস ভিজিট), মিটিং উইথ দ্যা আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টস, মিটিং উইথ দ্যা নন-একাডেমিক স্টাফস, ফিজিক্যাল ফ্যাসিলিটিজ অবজারভেশন (ল্যাব অ্যান্ড ক্লাসরুম) প্রভৃতি কার্যক্রম সম্পন্ন হয়।

শুক্রবার (১৯ জানুয়ারি) তৃতীয় দিনে মিটিং উইথ দ্যা অ্যালামনাই অ্যান্ড এমপ্লয়ার, রেপ-আপ মিটিং অ্যান্ড পিয়ার রিভিউ অবজারভেশন শেয়ারিং উইথ ফ্যাকাল্টি প্রভৃতি কার্যক্রমের মধ্য দিয়ে পিয়ার রিভিউ কার্যক্রম শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।