ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নবীন মেলা আলোকিত সমাজ গড়ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
নবীন মেলা আলোকিত সমাজ গড়ছে নবীন মেলার আজীবন সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: শিশু-কিশোরদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে ‘নবীন মেলা’ আলোকিত সমাজ গড়ার কাজে প্রশংসনীয় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে নবীন মেলার ৫১তম বর্ষপূর্তি উৎসবে প্রধান ‍অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, নবীনদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াচর্চার সুযোগ করে দিয়েছে নবীন মেলা।

এ সংগঠনের সঙ্গে জড়িত অভিভাবক, সংগঠকরা সামাজিক দায়িত্ব পালন করছেন। এ ধরনের সংগঠন যত বেশি হবে, মননশীলতার চর্চা যত বেশি হবে ততই দেশে সুনাগরিকের সংখ্যা বাড়বে।
দেশ এগিয়ে যাবে।   

বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও কাউন্সিলর শৈবাল দাশ সুমন।  

নবীন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, সমাজসেবক দুলাল ভৌমিক, ডা. তাসলিমা প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও আজীবন সদস্যদের সম্মাননা তুলে দেন প্রধান অতিথি।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।