ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী রেলওয়ে হাইস্কুল

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী রেলওয়ে হাইস্কুল গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী রেলওয়ে হাইস্কুল

চট্টগ্রাম: রেলওয়ে হাইস্কুলের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আফসারুল আমিন এমপি বলেছেন, স্কুলের ঐতিহ্য ও সুনামকে বেগবান করতে প্রাক্তন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার (১৯ জানুয়ারি) নগরীর পাহাড়তলীর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ বছরপূর্তি ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক রিয়াসাত সুমনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিকেএমইএ’র সহ-সভাপতি, ফোরএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল সিআইপি।

বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়নে প্রয়োজনে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন গাওহার সিরাজ জামিল।

মো. মইনুল ইসলাম ও রাজুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সভাপতি ডা. মাহফুজুর রহমান, কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরন,রেলওয়ের সিপিও অজয় কুমার পোদ্দার, স্কুলের সাবেক প্রধান শিক্ষক জিয়াউল করিম, সদ্য বিদায়ী প্রধান শিক্ষক শাহাজান ভুইয়া, প্রধান শিক্ষক সুনীল, ব্যবসায়ী মামুন-উর-রশিদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।