ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৭৩ লাখ ৪০ হাজার টাকা চসিককে পৌরকর দিল রেলওয়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
৭৩ লাখ ৪০ হাজার টাকা চসিককে পৌরকর দিল রেলওয়ে রেলওয়ের বকেয়া পৌরকরের চেক মেয়রের কাছে হস্তান্তর করেন প্রধান রাজস্ব কর্মকর্তা

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীনের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ রেলওয়ে বকেয়া পৌরকর বাবদ ৭৩ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেছে।

রোববার (২১ জানুয়ারি) মেয়রের কাছে চেকটি হস্তান্তর করেন চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহ‍ম্মদ মুস্তাফিজুর রহমান, কর কর্মকর্তা জানে আলম, উপ কর কর্মকর্তা মহিউদ্দিন সরওয়ার চৌধুরী ও নাসির উদ্দিন চৌধুরী।

গত ৪ জানুয়ারি রেলওয়ে চসিকের হোল্ডিং ট্যাক্স বাবদ ৫০ লাখ টাকা পরিশোধ করেছিল।

প্রতিষ্ঠানটির কাছে চসিকের দাবি ছিল ৮৬ কোটি ১ লাখ ২৮ হাজার ৯৮৫ টাকা।

এর মধ্যে ২০১৬-১৭ সাল পর্যন্ত বকেয়া দাবি ছিল ৮২ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার ২৪৩ কোটি টাকা।

চলতি অর্থবছরের হাল দাবি ছিল ৩ কোটি ১২ লাখ ৮১ হাজার ৭৪২ টাকা।

চসিককে ৫০ লাখ টাকা পরিশোধ করল রেলওয়ে

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।