ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: নগরীর অক্সিজেন ও টাইগারপাস বাটালি হিল এলাকায় পৃথক ভবন থেকে পড়ে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

খুলশী থানার এসআই শঙ্কর দাশ বাংলানিউজকে জানান, রোববার (২১ জানুয়ারি) সকালে টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্মাণাধীন একটি ভবনে রং করার সময় চন্দন পাল (৩০) নামের একজন শ্রমিক সাত তলা থেকে পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি ফটিকছড়ির পালপাড়ার ফকিরাচান এলাকার ভারত পালের ছেলে।

চমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ও থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান এসআই শঙ্কর।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, অক্সিজেন ব্যাপারি পাড়া এলাকায় মুক্তিযোদ্ধা আবুল খায়েরের পুরোনো ভবনে মেরামত কাজ করার সময় মো. আবদুর রহমান (৪৫) তিন তলা থেকে পড়ে গুরুতর আহত হন।

তাকে বিকেল সাড়ে তিনটায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবদুর রহমান নিজে শ্রমিকের কাজের পাশাপাশি নবীন ঠিকাদার হিসেবেও কাজ করতেন জানিয়ে আলাউদ্দিন তালুকদার বলেন, তিনি কক্সবাজারের কুতুবদিয়া দরবার ঘাটা এলাকার লেমশীখালী ইউনিয়নের নূর আহমদের ছেলে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।