ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জঙ্গিবাদ নিয়ে সিএমপি কমিশনারের পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
জঙ্গিবাদ নিয়ে সিএমপি কমিশনারের পরামর্শ সুচিন্তার সমাবেশে জঙ্গিবাদ নিয়ে সিএমপি কমিশনারের পরামর্শ

চট্টগ্রাম: ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা মানুষকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে, তাদের প্রতি সজাগ থাকার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. ইকবাল বাহার বলেছেন, ‘নিরীহ মানুষকে হত্যা করলে বেহেশতের টিকেট পাওয়ার কথা বলে যারা মানুষকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে, তারা কখনো নিজের ছেলেমেয়েকে এই বেহেশতের টিকেটের কথা বলে না।’

শনিবার (২০ জানুয়ারি) সকালে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের আয়োজনে নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় জঙ্গিবাদ বিরোধী আলেম-ওলামা-ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

মানুষ হত্যা কোন ধর্ম সমর্থন করে না জানিয়ে সিএমপি কমিশনার বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের আচরণ অস্বাভাবিক কিংবা সন্দেহজনক মনে হলে সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিবেন।

চট্টগ্রাম শহরে প্রায় ৭০ লাখ লোক বসবাস করে। জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়।

ছাত্রদের মাদকের কুফল ও মাদককে ‘না’ বলার আহ্বান জানিয়ে মাদকের বিরুদ্ধে আপামর জনসাধারণের সমন্বয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার উপরও গুরুত্বারোপ করেন সিএমপি কমিশনার।

সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা মো. বখতিয়ারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নগর সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. ওয়ারীশ, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) এসএম মোবাশ্বের হোসাইন, সহকারী কমিশনার দেবদূত মজুমদার, মাদ্রাসার অধ্যক্ষ মুফতী সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি আনোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান, যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়ালীউদ্দিন আকবর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।