ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বরিশাল কলোনিতে মাদক উদ্ধারে গিয়ে মিলল অস্ত্রও

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
বরিশাল কলোনিতে মাদক উদ্ধারে গিয়ে মিলল অস্ত্রও ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর সবচেয়ে বড় মাদকের আখড়া বরিশাল কলোনিতে মাদক উদ্ধারে গিয়ে অস্ত্রও উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় আবুল হোসেন (৪৪) নামে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুর দুইটার দিকে নগরীর সদরঘাট থানার বরিশাল কলোনির মালী কলোনিতে অভিযান চালানো হয়।  

সেখান থেকে গ্রেফতার হওয়া আবুল হোসেন মালী কলোনীর আবুল বারেকের ছেলে।

সেখান থেকে ৫০০ বোতল ফেনসিডিল, ১ রাউণ্ড কার্তুজসহ একটি এলজি ও ২৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অস্ত্র ও কার্তুজ পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলে বাংলানিউজকে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‍উপ-পরিচালক (মেট্রো) শামীম আহম্মেদ।

তিনি বাংলানিউজকে বলেন, মাদক ব্যবসায়ী আবুল হোসেন ইয়াবা গডফাদার ইউসুফের ঘনিষ্ট সহযোগী। দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত।

আবুল হোসেনের বিরুদ্ধে অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়:  ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।