ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাসে তল্লাশিতে মিলল ২০ হাজার ইয়াবা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
বাসে তল্লাশিতে মিলল ২০ হাজার ইয়াবা

চট্টগ্রাম: পরনে দামি স্যূট।  পোশাকে-চেহারায় আভিজাত্যের ছাপ।  মো.ইসমাঈল (৩৪) নামে এই ব্যক্তি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢুকছিলেন চট্টগ্রামে।  মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম তাকে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে।

শনিবার (২০ জানুয়ারি) ভোরে ইসমাঈলকে নগরীর কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় শাহ আমানত সেতুর প্রবেশপথ থেকে গ্রেফতার করা হয়েছে।

ইসমাঈল কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নজির আহম্মদের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহম্মেদ বাংলানিউজকে বলেন, ইসমাঈলকে দেখে বোঝার কোন উপায় নেই যে সে একজন মাদক পাচারকারী চক্রের সদস্য।   গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাশি করে তাকে গ্রেফতার করেছি।

 

ইসমাঈলের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা ‍দায়ের করেছেন অধিদপ্তরের পরিদর্শক (মেট্রো) তপন কান্তি শর্ম্মা।

বাংলাদেশ সময়:  ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।