ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামকে রানির সাজে সাজাবো: মেয়র নাছির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
চট্টগ্রামকে রানির সাজে সাজাবো: মেয়র নাছির সিটি গেটের ফুটপাতে সৌন্দর্যবর্ধন কার্যক্রমের ফলক উন্মোচন করেন মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: ‘সবুজে সাজবে চট্টগ্রাম’ ভিশন সামনে রেখে সাজছে নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড। এরই অংশ হিসেবে সিটি গেটের ফুটপাতগুলো দৃষ্টিনন্দনভাবে সাজানো হচ্ছে। প্রাকৃতিক ও ঐতিহাসিক ছবির মাধ্যমে তুলে ধরা হচ্ছে বৃহত্তর চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য।  

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সিটি গেটের ফুটপাতে সৌন্দর্যবর্ধন কার্যক্রমের ফলক উন্মোচন করেন মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

জিসিএল ও রয়েল সিমেন্টের সৌজন্যে সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমদ মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ এ ধরনের শহর পৃথিবীতে বিরল। প্রাচ্যের রানি চট্টগ্রামকে রানির সাজে সাজিয়ে দেওয়া হবে।

ইতিমধ্যে জামালখান ওয়ার্ডকে পরিবেশসম্মত, সুদৃশ্য, দৃষ্টিনন্দন ওয়ার্ডে উন্নীত করা হয়েছে। একইভাবে উত্তর কাট্টলী ওয়ার্ডের ফুটপাত, গোলচত্বর সাজানো হবে। এ ছাড়াও নগরীর মোড়ে মোড়ে নান্দনিক আধুনিক সুবিধা সম্বলিত যাত্রীছাউনি নির্মাণ করা হবে। যানজটমুক্ত, পরিবেশবান্ধব, বিশ্বমানের বন্দরনগরী হিসেবে চট্টগ্রাম গড়ে উঠবে।

মেয়র বলেন, নগরবাসী এক নির্মল ও দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্রের সন্ধান পাবে। বদলে যাবে চট্টগ্রাম শহরের পরিবেশ। দরকার শুধু সদিচ্ছা। সদিচ্ছা থাকলে অসম্ভবকে জয় করা সম্ভব।

বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর জহুরুল আলম জসিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

বক্তব্য দেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সভাপতি লোকমান আলী, আকবর শাহ থানা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মো. নুর উদ্দিন চৌধুরী, উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল চৌধুরী, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, মাস্টার জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার তপ দত্ত, কনকন শর্মা, সাহাব উদ্দিন জাহেদ, আবু সুফিয়ান, মিলি চৌধুরী, মুনমুন চৌধুরী, মো. গিয়াস উদ্দিন চৌধুরী, রিয়াদুল হক রিয়াদ, মো. মাসুম, চিন্ময় দত্ত ও ফয়সাল সাকি।

উপস্থিত ছিলেন সমাজসেবক আবদুল মান্নান ফেরদৌস, নগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা বদিউল আলম চৌধুরী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ইয়াছির আরাফাত, জানে আলম সওদাগর, মো. আলা উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।