ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাইক চালিয়ে ঢাকা-চট্টগ্রাম, নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
বাইক চালিয়ে ঢাকা-চট্টগ্রাম, নিহত ১

চট্টগ্রাম: মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম বেড়াতে আসার পথে ফৌজদারহাটে টেম্পুর সঙ্গে ধাক্কা লেগে সৌরভ হোসেন (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু সোহেল মিয়া গুরুতর আহত হলেও মাথায় হেলমেট থাকায় প্রাণে বেঁচেছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালু শাহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির উদ্দিন বাংলানিউজকে জানান, যাত্রাবাড়ি জুরাইন এলাকার বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে সৌরভ ও সোহেল ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম বেড়াতে আসছিলেন।

প্রথমে সোহেল তিন থেকে সাড়ে তিন ঘণ্টা মোটরসাইকেল চালান। এরপর তিনি হেলমেটসহ পেছনে আরোহন করে শৌরভকে চালাতে দেন।
কিছুদূর আসার পর দুর্ঘটনা ঘটে।

আমির জানান, দুইজনকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনার পর শৌরভকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সোহেলকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।