ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডিসি হিলে নিষেধাজ্ঞা কেন জানতে চায় মন্ত্রণালয়  

সুবল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
ডিসি হিলে নিষেধাজ্ঞা কেন জানতে চায় মন্ত্রণালয়   ডিসি হিলে নিষেধাজ্ঞা কেন জানতে চায় মন্ত্রণালয়  

চট্টগ্রাম: সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র ডিসি হিলে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞার বিষয়ে জানতে জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদের অনুষ্ঠান শেষে বাংলানিউজকে এ তথ্য জানান তিনি।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘সংস্কৃতিকর্মীদের দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে ডিসি হিলে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞার বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ডিসি হিলে অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞার কারণ জানতে জেলা প্রশাসককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ প্রেক্ষিতে চিঠি দেওয়া হয়েছে।

এ সময় সংস্কৃতিকর্মীদের পক্ষে প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসানও ডিসি হিলে অনুষ্ঠানে নিষেধাজ্ঞার বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চান।  

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ডিসি হিলে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা সম্পর্কিত একটি চিঠি পেয়েছি। নির্ধারিত নিয়ম মেনে মন্ত্রণালয়ে এ বিষয়ে জবাব দেওয়া হবে। ’

এর আগে জেলা প্রশাসন নগরীর ডিসি হিলের নজরুল স্কয়ারে পহেলা বৈশাখ, রবীন্দ্র ও নজরুল জয়ন্তীর অনুষ্ঠান ছাড়া অন্য যেকোনো অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দেন।

নিষেধাজ্ঞা দেওয়ার পরেই চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। নগরীর চেরাগি পাহাড়, ডিসি হিল, প্রেস ক্লাবসহ বিভিন্ন স্থানে সংস্কৃতিকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় সংস্কৃতিকর্মীরা ডিসি হিলে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনেরও হুশিয়ারি দিয়েছিলেন।

পরবর্তীতে ডিসি হিলে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা প্রত্যাহারে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও পেশ করা হয়।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।