ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধ জাল পুড়িয়ে দিলেন মৎস্য কর্মকর্তারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
অবৈধ জাল পুড়িয়ে দিলেন মৎস্য কর্মকর্তারা অবৈধ জাল পুড়িয়ে দিলেন মৎস্য কর্মকর্তারা

চট্টগ্রাম: আনোয়ারায় অভিযান চালিয়ে ৬টি উপকূলীয় বেহুন্দি জাল, চিংড়ি পোনা ধরার জাল জব্দ করে গহিরা সিজি স্টেশনে পুড়িয়ে দিয়েছেন মৎস্য কর্মকর্তারা।  

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মৎস্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিশেষ টিম, জেলা ও উপজেলা মৎস্য দপ্তর, কোস্টগার্ডের গহিরা সিজি স্টেশনের যৌথ সমন্বয়ে অবৈধ জাল নির্মূলে এ সম্মিলিত অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আবু বকর সিদ্দিক।

অংশ নেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক এএসএম রাশেদুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোরশেদ, বাংলাদেশ কোস্ট গার্ড সিজি স্টেশন গহিরা কন্টিজেন্ট কমান্ডার মো. কামরুল হাসান, জাহেদ আহমেদ প্রমুখ।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আনোয়ারার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন শাহ আমানত শাহ মোহছেন আউলিয়া বরফকল মালিক মোহাম্মদ সেলিমকে লাইসেন্স না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

  

অবৈধ জাল দিয়ে মাছশিকার, তিন দিনের কারাদণ্ড

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad