ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আদনান খুনে ৫ ছাত্র আটক, ছোরা উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
আদনান খুনে ৫ ছাত্র আটক, ছোরা উদ্ধার আদনান খুনে ৫ ছাত্র আটক, ছোরা উদ্ধার, ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

চট্টগ্রাম: নগরীর কলেজিয়েট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আদনান ইসফার খুনের ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাও পুলিশ উদ্ধার করেছে।

বুধবার (১৭ জানুয়ারি) রাতভর জেলার ফটিকছড়ি ও নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাও উদ্ধার করা হয়েছে।

আটক পাঁচজন হলেন- হাজেরা তজু ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মহিম, সাব্বির, মুনতাসির ও আবদুল্লাহ আবু সাঈদ এবং এসএসসি পরীক্ষার্থী আরমান।  

এদের মধ্যে মুনতাসিরকে নগরীর বাদুরতলা এবং বাকি চারজনকে ফটিকছড়ি থেকে আটক করা হয়েছে।

কলেজিয়েট স্কুলের মাঠে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন। গত ১৬ জানুয়ারি দুপুরে নগরীরর জামালখানে আদনানকে খুন করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।