ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোস্টগার্ডে ওয়ার্কশপ নির্মাণ কাজের উদ্বোধন বার্নিকাটের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
কোস্টগার্ডে ওয়ার্কশপ নির্মাণ কাজের উদ্বোধন বার্নিকাটের কোস্টগার্ডে বোট রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপ নির্মাণ কাজের উদ্বোধন

চট্টগ্রাম: কোস্টগার্ড পূর্ব জোনে বোট রক্ষণাবেক্ষণ ফেসিলিটি ওয়ার্কশপ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিট রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন মার্কিট রাষ্ট্রদূত।  এসময় বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আরঙ্গজেব চৌধুরী, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, জোনাল কমান্ডার (পূর্বজোন), চট্টগ্রাম নৌ অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, মার্কিন সরকারের আর্থিক সহায়তায় কোস্টগার্ড পূর্ব জোনে বোট ম্যান্টেইনেন্স ফেসিলিটি ওয়ার্কশপ নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বুধবার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত এবং ৯ জনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানের মধ্য দিয়ে দু’দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৪ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮

এমইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।