ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বর্ণের বারসহ আটক একজনের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
স্বর্ণের বারসহ আটক একজনের কারাদণ্ড

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০টি স্বর্ণের বার নিয়ে গ্রেফতার হওয়া মো.সোহেল (৩৩) নামে একজনকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত ১০ হাজার ‍টাকা জরিমানা অনাদায়ে ‍আরও দুই মাসের দণ্ড দিয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মো. শাহে নূর এই রায় দিয়েছেন।

দণ্ডিত সোহেল রাউজান থানার শাহনগর গ্রামের শামসুল আলমের ছেলে।

জামিনে গিয়ে সোহেল বর্তমানে পলাতক আছেন।

চট্টগ্রাম মহানগর পিপি মো.ফখরুদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানিয়েছেন, দুবাই থেকে আসার পথে অবৈধভাবে আনা ৬০টি স্বর্ণের বারসহ সোহেলকে ২০১৪ সালের ১৬ এপ্রিল গ্রেফতার করে কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বি এম আবদুল্লাহ আল মামুন বাদি হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

২০১৪ সালের ১৫ ডিসেম্বর মামলার অভিযোগপত্র দাখিলের পর পরের বছরের ১৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ প্রমাণে ছয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।