ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
পটিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ফাইল ফটো

চট্টগ্রাম: পটিয়া উপজেলায় মঙ্গলবার গভীর রাতে দুটি ‍বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।  এতে একজন পরিবহন শ্রমিক দগ্ধ হয়েছেন।

দুর্বৃত্তদের চিহ্নিত করতে না পারলেও অগ্নিসংযোগের ঘটনাটি নাশকতা নয় বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো.নেয়ামতউল্লাহ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে আনুমানিক ১০ কিলোমিটার দক্ষিণে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে এ ঘটনা ঘটেছে।

ওসি জানান, বুধপুরা বাজারে দুটি বাস আনুমানিক ৫০ গজ দূরত্বে পাশাপাশি দাঁড়িয়েছিল।   বাসগুলো চালক ও সহকারী ছিলেন না।

  তবে একটি বাসে একজন সহকারীর ভাই মো.আরমান (১৮) ঘুমিয়ে ছিলেন।   রাত ৩টার দিকে হঠাৎ আগুন দেখে এলাকার লোকজন সেখানে যায় এবং আরমানকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।   এসময় বাস দুটির আগুনও নেভানো হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আবু হামিদ বাংলানিউজকে বলেন, দগ্ধ আরমানকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।   তার অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আরমান ওইএলাকার রফিক আহমদের ছেলে।

ওসি বলেন, বাস দুটি কেডিএস গার্মেন্টসের শ্রমিকদের বুধপুরা বাজার থেকে নগরীতে কারখানায় আনা-নেয়া করে।   এর মধ্যে বাস দুটি আবার স্থানীয়ভাবেও যাত্রী পরিবহন করে।   ভাড়া নিয়ে প্রায়ই যাত্রীদের সঙ্গে বাসের সহকারীর সঙ্গে ঝগড়া হয়।   এর জের ধরে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি।  বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।