ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শ্বাসরোধ করে গৃহবধূ হত্যা, স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
শ্বাসরোধ করে গৃহবধূ হত্যা, স্বামী আটক

চট্টগ্রাম: পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধ করে সীমা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বামী মো. জামাল উদ্দিনকে (৩১) আটক করেছে পুলিশ।

সীমা আক্তার নোয়াখালী জেলার সুধারামের দেবীপুর গ্রামের মারিক হোসেনের মেয়ে। নগরীর ইপিজেড এলাকার বোমিং ফ্যাশন নামে একটি গার্মেন্টসে চাকরি করতেন সীমা।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম বাংলানিউজকে জানান, ইপিজেডের আজিজ ভবনের একটি ভাড়া বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধ করে ওই গৃহবধূকে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাস‍াবাদে স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে স্বামী।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭ এ

সবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।