ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রণবের হাতে ‘চট্টগ্রামের চাবি’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
প্রণবের হাতে ‘চট্টগ্রামের চাবি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বন্দরনগরীর চাবি উপহার দিয়েছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামে  আয়োজিত সুধী সমাবেশে মেয়র সম্মানসূচক প্রতীকী এই চাবি উপহার দেন। 

প্রণব মুখার্জি চাবি গ্রহণ করে মেয়রকে ধন্যবাদ জানান।  এসময় মেয়র ভারতের সাবেক রাষ্ট্রপতি ও তাঁর মেয়ে শর্মিষ্টা মুখার্জির হাতে উপহার সামগ্রীও তুলে দেন।

মেয়রের সঙ্গে ছিলেন আছেন, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মিসেস জোবাইরা নার্গিস খান, নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন।

এদিকে পটিয়া উপজেলার ধলঘাটে স্থাপিত প্রীতিলতা ট্রাস্টে ৬ লাখ ২৮ হাজার টাকার চেক দিয়েছেন প্রণব মুখার্জি।

  ভারতীয় হাই কমিশন থেকে দেওয়া এই অর্থ গ্রহণ করেছেন প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী।   এসময় ট্রাস্টের সদস্য ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং তাপস হোড় উপস্থিত ছিলেন।

নগরীর হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এই সুধী সমাবেশের আয়োজন করে ভারতের সহকারী হাই কমিশনারের কার্যালয়।    

এতে একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড.অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, চবি শিক্ষক জীনবোধি ভিক্ষু, নারনেত্রী নূরজাহান খানসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

রাজনীতিকদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মন্ত্রী ডা.আফছারুল আমিন, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, দিদারুল আলম ও ওয়াসিকা আয়শা খান, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া সিএমপি কমিশনার মো.ইকবাল বাহার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকালে চট্টগ্রামে এসে প্রণব মুখার্জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি-লিট ডিগ্রী প্রদান অনুষ্ঠানে যোগ দেন।   এরপর অগ্নিযুগের বিপ্লবী সূর্যসেনের স্মৃতি দেখতে রাউজানে তাঁর জন্মভিটায় যান।  

বুধবার সকালে ঢাকার উদ্দেশে প্রণব মুখার্জির চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad